সিরাহ মিউজিয়াম

আলহামদুলিল্লাহ, শিক্ষাখাতে উন্নয়ন ও গবেষণায় নিবেদিত অলাভজনক প্রতিষ্ঠান— হাসানাহ ফাউন্ডেশন সম্প্রতি যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠার মাত্র অল্প সময়ের মধ্যে আপনাদের আন্তরিক সমর্থন ও ভালোবাসা ফাউন্ডেশনের দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর সেই দায়বদ্ধতা থেকেই হাসানাহ ফাউন্ডেশন দ্রুততম সময়ের মধ্যে পূর্বঘোষিত প্রজেক্ট—‘সিরাহ মিউজিয়াম’ চালু করবার উদ্যোগ গ্রহণ করেছে।

"দান করুন" বাটন ট্যাপ করে আপনি আমাদের শর্তাবলী, গোপনীয়তা নীতি এবং ফেরত নীতি এর সাথে সম্মত হচ্ছেন।

বিকাশ মার্চেন্ট

01304700700

নগদ মার্চেন্ট

01304700700

ব্যাংক ডিটেইলস

Islami Bank Bangladesh PLC

Branch: Local Office (Corporate Branch)

Routing Number: 125273888

Account Name: Hasanah Foundation

Account no: 20501020900033711

সিরাহ মিউজিয়াম কী?

সিরাহ মিউজিয়াম এমন একটি প্রজেক্ট, যেখানে রাসূল (ﷺ)-এর জীবনীকে সহজ, বোধগম্য ও আকর্ষণীয় করে তুলে ধরতে ভৌত মডেল ও ভিজুয়‍্যাল উপকরণের সাহায্যে উপস্থাপন করা হবে। আমাদের প্রস্তাবিত মিউজিয়ামে ছোট-বড় কয়েকটি স্কেল মডেল থাকবে। মক্কা-মদীনা, বদর ও উহুদের প্রান্তর-সহ নবিজির স্মৃতি-বিজড়িত ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সকল স্থান বা স্থাপনার স্কেল মডেল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। সেই সাথে সিরাতকে তুলে ধরা হবে ডিজিটাল কনটেন্ট-এর মাধ্যমে। এ ছাড়াও মিউজিয়ামে সংরক্ষণ করা হবে সিরাহ সম্পর্কিত দেশি-বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বই ও গবেষণাপত্র।

সিরাহ মিউজিয়াম কেন?

বইপত্রের মাধ্যমে আমরা সাধারণত ইতিহাস জেনে থাকি। তবে, পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তবিক অভিজ্ঞতা আমাদের জানার পরিধিকে পূর্ণতা দেয়। ধরা যাক, ২০ ফিট বাই ২০ ফিট একটি মডেল— যেখানে বায়তুল্লাহ, মাতাফ, সাফা, মারওয়া, জাবালে উমার, আবু কুবাইস পাহাড়-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। আপনি ঘুরে ঘুরে দেখছেন সেসব। আর হারিয়ে যাচ্ছেন নবিজির সে-সময়টাতে। কিংবা আপনার আদরের সোনামণির হাত ধরে তাকে একটা একটা করে মডেল দেখাচ্ছেন আর বিভিন্ন স্থাপনার নাম বলছেন। কী অসাধারণ এক অভিজ্ঞতা!

নবিজি কা’বা প্রাঙ্গনে নিজের মাথায় পাথরের বোঝা টেনেছেন। তৃষ্ণার্ত হয়ে পান করেছেন জমজম কূপের পানি। মক্কার অলিগলিতে হেঁটে হেঁটে মানুষকে ডেকেছেন ইসলামের পথে। কিন্তু কেমন ছিল সেই কা’বা প্রাঙ্গন, জমজম কূপ? মক্কার ধুলিমাখা সরু পথগুলোই-বা কেমন ছিল সে-সময়টাতে? কেমন ছিল মদিনা, কুবা পল্লী, ওহুদ পাহাড়? এ সকল প্রশ্নের উত্তর বইয়ে ঢের পড়েছি। তবু মনে হয়, যদি ফিরে যেতে পারতাম রাসূলের সেই যুগটাতে! যদি দুচোখ ভরে দেখতে পারতাম, সাহাবাদের হাসি-কান্নায় জড়ানো সেই সোনালী অতীতটাকে!

হ্যাঁ, প্রিয় সুহৃদ! সিরাহ মিউজিয়াম আপনাকে নিয়ে যাবে চৌদ্দশত বছর আগের আরব উপদ্বীপে। যেখানে কেটেছে প্রিয় নবিজির ৬৩ বছরের বরকতময় জীবন।