হাসানাহ ফাউন্ডেশনের সদস্যপদ

সুশিক্ষা জাতির দিকনির্দেশক, যা নৈতিক মূল্যবোধ ও উন্নত জীবনবোধের জন্ম দেয়। প্রচলিত শিক্ষাব্যবস্থা কেবল জাগতিক সাফল্যের উপর জোর দেয়। তবে, একটি আদর্শ শিক্ষাকাঠামো পার্থিব-অপার্থিব উভয় জ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠে। আর তেমনই একটি আদর্শ শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার ভিশন নিয়ে যাত্রা শুরু করেছে হাসানাহ ফাউন্ডেশন। এই ভিশনের রূপকার ড. মিজানুর রহমান আজহারি, যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে অরাজনৈতিক-অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে হাসানাহ ফাউন্ডেশন এগিয়ে চলেছে—একটি আলোকিত ও সত্য-সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে।


আর এই লক্ষ্য পূরণে হাসানাহ ফাউন্ডেশন সারাদেশে বহুমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে দৃঢ় সচেষ্ট। মক্তব, স্কুলিং, বিভিন্ন কোর্স, সেমিনার, ওয়ার্কশপ, গবেষণা এবং স্কলারশিপ প্রোগ্রাম-এর মাধ্যমে নিরক্ষরতামুক্ত একটি টেকসই ও আদর্শিক সমাজ প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর।
এই মহৎ উদ্যোগে আপনার অংশগ্রহণ আমাদের চলার পথকে আরও সুগম করবে, ইন শা আল্লাহ। উম্মাহ-কেন্দ্রিক আমাদের কার্যক্রমগুলোতে সকলকে সাথে নিয়ে একসাথে, একপথে আমরা এগিয়ে যেতে চাই। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আপনাদেরকে হাসানাহ ফাউন্ডেশনের সম্মানিত ‘আজীবন সদস্য’ ও ‘দাতা সদস্য’ হওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।

আজীবন সদস্য:
যারা এই উম্মাহ-সেন্ট্রিক স্বপ্নের একটি স্থায়ী ভিত নির্মাণ করতে চান, তাদের জন্য আজীবন সদস্যপদ একটি বিশেষ সুযোগ। ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) বা ততোধিক টাকা অনুদান প্রদান করে আপনি এই সম্মানিত সদস্যপদ লাভ করতে পারেন।

দাতা সদস্য:
যারা ফাউন্ডেশনের কার্যক্রমের প্রতি একাত্মতা প্রকাশ করে সাথে থাকতে চান, তাদের জন্য দাতা সদস্যপদও একটি সুবর্ণ সুযোগ। ফাউন্ডেশনের তহবিলে এককালীন কমপক্ষে ১,০০,০০০ (এক লক্ষ) বা ততোধিক টাকা অনুদান প্রদান করে আপনিও দাতা সদস্য হিসেবে যুক্ত হতে পারেন।

আমাদের অঙ্গীকার:

  • ইসলামি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বিত কারিকুলাম তৈরি ও বাস্তবায়ন।
  • দক্ষ ও আন্তরিক শিক্ষক প্যানেলের মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদান।
  • শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
  • পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা এবং তাদের আত্মমর্যাদাবোধ বৃদ্ধি করা।
  • কর্মমুখী জীবন গঠনে সহায়ক সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান।
  • সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে শিক্ষার অধিকার নিশ্চিত করা ও তাদের উৎসাহিত করা।

সদস্য হওয়ার আবেদন ফর্ম

    সদস্যপদের ধরণ *

    আপনার নাম *

    ফোন/হোয়াটসঅ্যাপ *

    ইমেইল

    পেশা *

    বর্তমান ঠিকানা

    আপনার জিজ্ঞাসা কিংবা মন্তব্য