অফলাইন মাধ্যমে দান পাঠাতে চাইলে নিম্নে দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ অথবা রকেট মার্চেন্ট নাম্বারে টাকা পাঠান। অনলাইন মাধ্যমে পাঠাতে প্রদত্ত অনুদানের ফর্ম অনুসরণ করুন।


তহবিলের সংক্ষিপ্ত বিবরণী

হাসানাহ ফাউন্ডেশনের দাওয়াহ ও রিসার্চ বিভাগের ব্যবস্থাপনায়— সেমিনার, ওয়েবিনার, ওয়ার্কশপ, দ্বায়ী প্রশিক্ষণ, হজ্ব ও উমরাহ প্রশিক্ষণ কর্মশালা, কোমলমতি শিশুদের জন্য মকতব ইত্যাদি পরিচালনা করা হবে। এ ছাড়া দেশীয় বা আন্তর্জাতিক পরিমণ্ডলে উম্মাহ’র নানান সংকট বা সম্ভাবনায়, ইসলাম কীভাবে ভূমিকা পালন করতে পারে— কুরআন ও সুন্নাহর আলোকে তা খতিয়ে দেখা এবং গবেষণালব্ধ জ্ঞান গোটা উম্মাহর মাঝে ছড়িয়ে দেবার পরিকল্পনা আমাদের রয়েছে। অত্র খাতে আপনার প্রদেয় অর্থে ফাউন্ডেশনের দাওয়াহ ও রিসার্চ প্রজেক্টের সকল ব্যয় নির্বাহ করা হবে

সাধারণ তহবিলে আপনার প্রদেয় অর্থ হাসানাহ ফাউন্ডেশন পরিচালনা সংক্রান্ত সকল কাজে ব্যয় করা হবে।

রাসুল (ﷺ)-এর জীবনী সহজ, বোধগম্য ও আকর্ষণীয় করে তুলে ধরতে নির্মাণ করা হবে সিরাহ মিউজিয়াম। এই প্রজেক্টের মাধ্যমে প্রিয় নবিজি (ﷺ)-এর পবিত্র জীবনী— ভৌত মডেল ও ভিজুয়্যাল উপকরণের মাধ্যমে উপস্থাপন করা হবে। হাসানাহ ফাউন্ডেশনের এই প্রজেক্টে আপনার প্রদেয় অর্থ সিরাহ মিউজিয়ামের নির্মাণ ও ব্যবস্থাপনায় ব্যয় করা হবে।

 

আপনাদের প্রদেয় অর্থে এই প্রজেক্টের মাধ্যমে ফাউন্ডেশনের সকল কাজকে টেকসই এবং স্থায়ীভাবে সম্পাদন করার নিমিত্তে জমি ক্রয় করা হবে। ফাউন্ডেশনের নিজস্ব জমিতে ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় স্থাপিত হবে।

সাদাকায়ে জারিয়া হলো- এমন দান; যার কার্যকারিতা কখনোই শেষ হয় না। মৃত্যুর পরেও দানকারী ব্যাক্তি তার দানের সওয়াব কিয়ামত পর্যন্ত অব্যাহতভাবে পেতে থাকেন। আপনার প্রদেয় অর্থ হাসানাহ ফাউন্ডেশন এই প্রজেক্টের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সংক্রান্ত সকল কাজে ব্যয় করবে।

দারিদ্রতা এবং অভাব অনটন যেন মেধা বিকাশে প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়, সেজন্যে আপনাদের প্রদেয় যাকাতের অর্থে হাসানাহ ফাউন্ডেশন দরিদ্র ও মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে।

দান পাঠানোর মাধ্যম

সাধারণ ফান্ড

Bank Name Islami Bank Bangladesh PLC
Branch Local Office (Corporate Branch)
Routing Number 125273888
Account Name Hasanah Foundation
Account No 20501020900033711

শিক্ষাবৃত্তি (যাকাত ফান্ড)

Bank Name Islami Bank Bangladesh PLC
Branch Local Office (Corporate Branch)
Routing Number 125273888
Account Name Hasanah Foundation (Zakat Fund)
Account No 20501020101300215

বিকাশ মার্চেন্ট

01304700700

নগদ মার্চেন্ট

01304700700

রকেট মার্চেন্ট

013047007006

সেলফিন অটো-পে

এছাড়াও ইসলামী ব্যাংক সেলফিন অ্যাপ এর মাধ্যমে হাসানাহ ফাউন্ডেশনে যাকাত বা এককালীন/মাসিক (অটো-পে) সাদাকাহ পাঠাতে পারবেন।
 
সেলফিনে লগইন করে → মোর সার্ভিসেস অপশন থেকে → ডোনেশন সিলেক্ট করে → হাসানাহ ফাউন্ডেশনে যাকাত ও সাদাকাহ পাঠান।

যোগাযোগ

মোবাইল

01336684030 01336684050 01336633133 01336684020

ইমেইল

ঠিকানা

ইবসান টাওয়ার (২য় তলা), ১৩ শান্তিধারা (আ/এ), রোড নং. ০১, সাইনবোর্ড, ফতুল্লা, নারায়নগঞ্জ।

কল দেওয়ার পূর্বে ওয়েবসাইটের সাধারণ জিজ্ঞাসার সেকশন থেকে আপনার কাঙ্ক্ষিত তথ্যটি আছে কিনা চেক করার অনুরোধ রইলো। অন্যথায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফাউন্ডেশন সম্পর্কিত যেকোন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য প্রদত্ত নাম্বারে কল করুন।